হোম / অপরাধ
অপরাধ

বীরগঞ্জে আ’লীগের দুই নেতা ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ১২৭ বার


দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (তারিখ বসানো যাবে) গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন ও এসআই (নি:) মোঃ জাহাঙ্গীর বাদশা রনির সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে পালটাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ভোগডমা গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ ফরহাদ আলী এবং উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য নিজপাড়া ইউনিয়নের গ্রামডাঙ্গী এলাকার মৃত সেকেন্দার আলীর পুত্র মোঃ মুসলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে বীরগঞ্জ থানা পুলিশ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!