জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মৃত গরু জবাই করার সময় দুই কসাইকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে আর্থিক জরিমানা করে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
সোমবার (তারিখ) পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথমে কয়া ক্যাম্পে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই কসাইকে আটক করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আটককৃতরা হলেন—মো. ফারুক (৩৫), পিতা: মো. মাহতাব, গ্রাম: রামভদ্রপুর এবং মো. আবদুল খালেক (৬০), পিতা: মৃত তাহের হোসেন, গ্রাম: মোরের হাট।
স্থানীয় সূত্রে জানা যায়, উচনা ত্রিপুরা এলাকার কসাই ছাইদুলের নেতৃত্বে ফারুক ও খালেক দীর্ঘদিন ধরে মৃত গরু জবাই ও মাংস বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় মূলহোতা কসাই ছাইদুল কৌশলে পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃত দুই কসাইকে মোট ১০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করেন। জরিমানা আদায় শেষে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা রক্ষায় মৃত পশু জবাই ও অবৈধ মাংস বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অপরাধ
পাঁচবিবিতে মৃত গরু জবাইয়ের সময় দুই কসাই আটক, ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৪৪২ বার
বিজ্ঞাপন

Leave a Reply