হোম / জাতীয়
জাতীয়

শপথ পরিয়ে দলের নেতাকর্মীদের নির্বাচনী মাঠে না নামার নির্দেশ দিলেন বিএনপি নেতা

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ২৩৩ বার
শপথ পরিয়ে দলের নেতাকর্মীদের নির্বাচনী মাঠে না নামার নির্দেশ দিলেন বিএনপি নেতা
শপথ পরিয়ে দলের নেতাকর্মীদের নির্বাচনী মাঠে না নামার নির্দেশ দিলেন বিএনপি নেতা


লালমনিরহাট প্রতিনিধি
দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভে শপথ পরিয়ে নির্বাচনী মাঠে না থাকার জন্য নিজ দলের নেতাকর্মীদের
নির্দেশ দিয়েছেন জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে  তার নিজ বাসভবনের সামনে তিনি এসব কথা বলেন।


এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘‘আপনারা দীর্ঘ ১৮ বছর আমার সঙ্গে ছিলেন। আমি যখন যা হুকুম দিয়েছি, আপনারা নির্দ্বিধায় পালন করেছেন। আজ আপনাদের ধৈর্য ধরার সময় এসেছে। আমি বিএনপির লোক, আমাকে স্বতন্ত্র নির্বাচন করতে বলিয়েন না। আমি আপনাদের কাছে হাতজোড় করে মাফ চাই।’’ একপর্যায়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা একটা শপথ নেন, যতক্ষন পর্যন্ত আমি বলবো না – নির্দেশ দেবো না ততক্ষণ পর্যন্ত আদিতমারী – কালীগঞ্জ উপজেলার কোন নেতাকর্মী মাঠে নামবেন না”। এসময় উপস্থিত  নেতাকর্মীদের হাত তুলিয়ে শপথ করিয়ে বলেন, ‘ আপনারা আমার সঙ্গে হাত উঠিয়ে শপথ করে বলেন!  যতক্ষন পর্যন্ত আপনি বলবেন না – ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে থাকবো’।

তিনি আরো বলেন, ‘‘আমি আজ নির্বাচন করলে যাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি হেরে যাবেন। আর দল হারলে সেটা হবে আমাদের সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। আমি চাই না আমার কারণে দলের কোনো ক্ষতি হোক।’’
এদিকে বিএনপি নেতার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মহুর্তে ভাইরাল হয়ে যায়। যা জেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে সমালোচনার জন্ম দিয়েছে।

জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক বলেন, তিনি দলীয় মনোনয়ন না পেয়ে মনের ক্ষোভ থেকে এসব কথা বলেছেন। এসময় এটা বলা ঠিক হয়নি। বিষয়টি দলের শীর্ষ নেতৃবৃন্দ জানেন, যা ভালো হয়, দল সেই সিদ্ধান্ত নেবেন।

লালমনিরহাট-২ আসন আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৩৪ জন। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। আর বিএনপি নেতা  জাহাঙ্গীর আলম এই আসনেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

শপথ পরিয়ে দলের নেতাকর্মীদের নির্বাচনী মাঠে না নামার নির্দেশ দিলেন বিএনপি নেতা
শপথ পরিয়ে দলের নেতাকর্মীদের নির্বাচনী মাঠে না নামার নির্দেশ দিলেন বিএনপি নেতা
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!