হোম / জাতীয়
জাতীয়

কনকনে শীতে জাঁকিয়ে বসেছে দেশ, ঘন কুয়াশায় যানজটের সতর্কতা

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৯২০ বার


নিজস্ব প্রতিবেদকঃ কনকনে হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা নিয়ে তীব্র শীতের আবহাওয়া দেশজুড়ে বিরাজ করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখা মেলেনি, যার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অনেক স্থানে আজ সকালে মাঝারি থেকে ঘন কুয়াশা ছিল, যা দুপুর পর্যন্ত কিছু কিছু এলাকায় অব্যাহত রয়েছে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। নৌপরিবহন মন্ত্রণালয় ২৫ ডিসেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে ঘন কুয়াশার মধ্যে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। আবহাওয়াবিদদের মতে, গত কয়েক দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যোদয় না হওয়ায় ভূমি উত্তপ্ত হয়নি, যার কারণে শীতের অনুভূতি আরও বেড়েছে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর সিরাজগঞ্জের তাড়াশে রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি। দেশের অধিকাংশ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানান, দেশের আবহাওয়ার এই অবস্থার সঙ্গে আরও তিন-চার দিন শীতের প্রকোপ চলতে পারে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!