নিউজ ডেস্কঃ
ছোট পর্দার চেনা পরিচয় ছাড়িয়ে শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন রুকাইয়া জাহান চমক। অভিনয় ও সৌন্দর্যের জাদুতে অল্প সময়েই দর্শকের মন জয় করা এই তারকা বরাবরই পরিচিত ছিলেন স্পষ্টভাষী এবং নির্ভীক মনোভাবের জন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই তার সেই পরিচিত সুরে এসেছে অপ্রত্যাশিত নীরবতা, যা নতুন কৌতূহল এবং প্রশ্ন তৈরি করেছে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে চমক লিখেছেন, “এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।” মূলত সমাজের চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছেন তিনি। চমকের মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়।
এর আগে চমক ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করে জানিয়েছিলেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে, এবং তার ব্যক্তিগত ফোন নম্বরও ছড়িয়ে দেওয়া হয়েছে—যার বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এই ঘটনায় শোবিজ অঙ্গনে রুকাইয়া জাহান চমকের অবস্থান, ভঙ্গি এবং নীরবতা নিয়ে দর্শক ও অনুরাগীদের মধ্যে এখনো আলোচনা চলছে।
বিনোদন
হঠাৎ নীরবতায় শোবিজে চমক! প্রতিবাদে গোপন হওয়া, সোশ্যাল পোস্টে নতুন বার্তা
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২০৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply