হোম / জাতীয়
জাতীয়

কুড়িগ্রাম-১ নির্বাচনী লড়াই: ফের মনোনয়ন জমা দিলেন একেএম মোস্তাফিজুর রহমান

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪২ বার

নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক রোববার (২৮ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারি রিটার্নিং অফিসার ও ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্থানীয় পার্টি নেতা-কর্মীদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোস্তাফিজুর রহমানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং পূর্ববর্তী নির্বাচনে পাঁচবার জয়ী হওয়ার রেকর্ড কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী মানচিত্রকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে এই আসনে কেন্দ্রীয় শক্তিশালী দলগুলোর পাশাপাশি স্থানীয় রাজনীতির খেলা প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কারণে নির্বাচনী উত্তাপ আগেভাগেই লক্ষ্য করা যাচ্ছে।
মোস্তাফিজুর রহমান মোস্তাক ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসন থেকে জাপা মনোনীত হয়ে জয়ী হয়েছেন। স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, তাঁর পুনরাবির্ভাব স্থানীয় রাজনীতিতে স্থিতিশীলতা এবং ভোটারদের মধ্যে দৃঢ় প্রত্যাশা সৃষ্টি করতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা আরও জানাচ্ছেন, প্রতিদ্বন্দ্বীদের কর্মকাণ্ড, ভোটারের মনোভাব এবং জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট এই আসনের নির্বাচনী ফলাফলকে চূড়ান্তভাবে প্রভাবিত করবে। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগে এই মনোনয়ন জমা রাজনৈতিক শীতকালীন প্রস্তুতির সূচনা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!