হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা কমিটি গঠন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৬৯ বার


চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
চিলমারী উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের অংশগ্রহণে প্রাথমিক শিক্ষক সমিতির অফিসে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চিলমারী প্রধান শিক্ষক কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান সোহেল। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে চিলমারী উপজেলার সহকারী শিক্ষকগণের প্রত্যক্ষ সমর্থন ও ভোটে সভাপতি নির্বাচিত হন মোঃ এখতেখার উদ্দিন (রাখী)। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ সাদেকুর রহমান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষক সমাজের অধিকার আদায়, পেশাগত উন্নয়ন ও ঐক্য সুদৃঢ়করণে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!