হোম / জাতীয়
জাতীয়

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, রাত কাটানোর ঘোষণা ইনকিলাব মঞ্চের

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৮৬১০ বার


ডেস্ক রিপোর্ট:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।
অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ অব্যাহত থাকবে। প্রয়োজনে তারা শাহবাগ মোড়েই রাত কাটাতে প্রস্তুত বলেও জানান তিনি।
সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলছিল। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ইনকিলাব মঞ্চের নেতৃত্বে একটি মিছিল দুপুর আড়াইটার দিকে শাহবাগ মোড় অবরোধ করে। এরপর থেকেই ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, আগামীকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাওয়ার কথা রয়েছে। এই প্রেক্ষাপটে কেউ কেউ অভিযোগ করছেন, পরিস্থিতি ঘোলা করতে বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটানোর উদ্দেশ্যে একটি পক্ষ উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সার্বিক পরিস্থিতি নিয়ে শাহবাগ ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!