হোম / রাজনীতি
রাজনীতি

বেলকুচিতে আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ৬০ বার

আগামী নির্বাচনে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার নেতাকর্মীদের



সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বেলকুচিতে অনুষ্ঠিত এ কার্যক্রমে আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, বেলকুচি–চৌহালী এলাকার জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে। তারা আগামী নির্বাচনে আমিরুল ইসলাম খান আলীমকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মনোনয়ন সংগ্রহ কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!