হোম / সারাদেশ
সারাদেশ

চিলমারীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৬২ বার


আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কুড়িগ্রামের চিলমারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বালাবাড়ি এলাকায় সাবেক যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা আবু সাঈদ হোসেন পাখির বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে কারাবরণসহ নানা জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে। সে সময় তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হলেও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়নি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয় বলে তারা অভিযোগ করেন।
অনুষ্ঠানে শতশত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে দেশনেত্রীর আশু সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কৃষক দলের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল কবির লিপটন, বিএনপি মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!