হোম / অপরাধ
অপরাধ

দুর্গাপুরে প্রাণনাশক অবৈধ অ্যালকোহলসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫০১ বার

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধ ও প্রাণনাশক অ্যালকোহলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সিপিএসসি ইউনিট।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে তারা। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।
২১ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে দুর্গাপুর থানাধীন মধ্যপাড়া এলাকায় কানপাড়া পাকা রাস্তার পূর্ব পাশে একটি আমবাগানের শেষ প্রান্তে ও ইটখামার সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে মোঃ আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার ক্ষিদ্রখলসি গ্রামের বাসিন্দা।


অভিযানকালে তার হেফাজত থেকে ১১৩ বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে উচ্চমাত্রার অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক যুবসমাজের মধ্যে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র‍্যাব আরও জানায়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!