হোম / অপরাধ
অপরাধ

হাদি হত্যার প্রধান আসামির ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, সিআইডির অর্থপাচার তদন্ত শুরু

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৩১৮৪ বার


নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১২৭ কোটি টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণের পর মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে একটি অর্থপাচার তদন্ত শুরু করা হয়েছে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেবের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই সিআইডি ছায়া তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ, গুলির খোসা উদ্ধার এবং ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা হয়। এ সময় সন্দেহজনক ব্যাংক লেনদেনের তথ্যও পাওয়া যায়, যা এখন একটি পূর্ণাঙ্গ অর্থপাচার তদন্তের ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সিআইডি সূত্রে জানানো হয়েছে, হত্যাকাণ্ড এবং অর্থপাচারের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রমাণ যাচাই করে তদন্ত অব্যাহত রাখা হচ্ছে, যাতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া যায়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!