ইবি প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শুরু হয়। পরে ডায়না চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে ইবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায়সহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় তারা
‘হাদি ভাইয়ের স্মরণে, ভয় করিনা মরণে’,
‘দীপু ভাইয়ের স্মরণে, ভয় করি না মরণে’,
‘ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’,
‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’
সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
সমাবেশে বক্তব্যে সনাতনী শিক্ষার্থী বাধন বিশ্বাস বলেন,
“খুনির পরিচয় যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি আমরা আর দেখতে চাই না।”
ইবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায় বলেন,
“হাদি ভাই ও দীপু দার হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে। একটি সুশীল, নিরাপদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ গড়ে তুলতে হলে এসব ঘটনার নিরপেক্ষ ও দ্রুত বিচার জরুরি। প্রশাসনের প্রতি আহ্বান—এই ঘটনাগুলোর পেছনে কোনো যোগসূত্র থাকলে তা খুঁজে বের করুন।”
বক্তারা বলেন, ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সংঘটিত এসব হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন।
কুষ্টিয়া
হাদি–দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৭৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply