হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

রাণীশংকৈলে আ.লীগ নেতা প্রশান্ত বসাক গ্রেপ্তার

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪০১ বার

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট-২ পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আ.লীগ নেতা প্রশান্ত বসাককে (৫২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের তথ্য, গবেষণা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পৌর শহরের বন্দর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বন্দর এলাকার একটি দর্জির দোকান থেকে প্রশান্ত বসাককে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক মামলা ছিল বলে পুলিশ জানিয়েছে। 

প্রশান্ত বসাক পৌর শহরের বন্দর এলাকার মৃত.মহেন্ত বসাকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত বলে জানিয়েছে পুলিশ।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তার ব্যক্তি প্রশান্ত বসাক বিস্ফোরক মামলার আসামি ছিল।রাতেই তাকে ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাণীশংকৈলে আ.লীগ নেতা প্রশান্ত বসাক গ্রেপ্তার
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!