হোম / অপরাধ
অপরাধ

ভুরুঙ্গামারীতে জমি রক্ষায় ১৪৪ ধারায় মামলা করায় ভুমিদস্যুদের হামলা, জমির মালিক আহত

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৯৮ বার
ভুরুঙ্গামারীতে জমি রক্ষায় ১৪৪ ধারায় মামলা করায় ভুমিদস্যুদের হামলা, জমির মালিক আহত
ভুরুঙ্গামারীতে জমি রক্ষায় ১৪৪ ধারায় মামলা করায় ভুমিদস্যুদের হামলা, জমির মালিক আহত


মাসান টিভি,ভুরুঙ্গামারী,কুড়িগ্রাম।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আদালতের ১৪৪ ধারার আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা ও বাধা দেওয়ায় সংঘবদ্ধ ভুমিদস্যুদের হামলায় জমির মালিক গুরুতর আহত হয়েছেন। পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই এলাকায় রুহুল আমিন দাখিল মাদ্রাসার নিকট।
আহত ব্যক্তি ওই গ্রামের মৃত হাতেম আলীর পুত্র মো. আব্দুল হালিম (৪৮)। জানা গেছে, একই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র আবু হানিফের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে আবু হানিফ একজন সংঘবদ্ধ ও চিহ্নিত ভুমিদস্যু চক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আব্দুল হালিম দীর্ঘদিন ধরে ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার (৪নং ওয়ার্ড) এলাকায় বসবাস ও ব্যবসা করে আসছেন। এই সুযোগে অভিযুক্ত আবু হানিফ ও তার পুত্র আশরাফ আলী তার জমি দখলের পায়তারা করে আসছিল। বিষয়টি বুঝতে পেরে আব্দুল হালিম গত রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) আদালতে জমির ওপর ১৪৪ ধারায় আবু হানিফ ও আশরাফ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরবর্তীতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভুরুঙ্গামারী থানা পুলিশ উভয় পক্ষের উপস্থিতিতে আদালতের আদেশ তামিল করে। কিন্তু বুধবার সকালে আবু হানিফ, তার পুত্র আশরাফ আলীসহ প্রায় ৩০/৩৫ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন আদালতের নির্দেশ অমান্য করে জমিতে হালচাষ করতে যায়। এ সময় জমির মালিক আব্দুল হালিম বাধা দিতে গেলে তারা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে।
আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আহত হালিম জীবন বাঁচাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। তখন হামলাকারীরা ওই বাড়িটি ঘেরাও করে রাখে। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহত আব্দুল হালিমকে উদ্ধার করে।
পরে স্বজনরা তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় একটি সক্রিয় ভুমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে ভূমি আইনকে তোয়াক্কা না করে সংঘবদ্ধভাবে অন্যের জমি দখল ও জোরপূর্বক সালিশের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আদায় করে আসছে। দ্রুত এসব ভুমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এবিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জানান অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!