হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৩৩৬১ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজয় র‍্যালি করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে র‍্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে এসে শেষ হয়।

র‍্যালিতে হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ‘জামায়াত-শিবির জনতা, গড়ে তোলা একতা’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিতে ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, সেক্রেটারি জ্যেষ্ঠ প্রভাষক আনোয়ার হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!