হোম / জাতীয়
জাতীয়

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন তারেক রহমান

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ণ পড়া হয়েছে: ৭৬০ বার

নিজস্ব প্রতিবেদনঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদ হওয়া সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

বাণীতে তারেক রহমান বলেন, নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। এই দিনে দেশবাসীসহ প্রবাসী সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে উঠুক সবার জীবন। স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় উল্লেখ করে তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধ ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মধ্য দিয়ে বিজয়ে পরিণত হয়। দেশের অদম্য বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে এই বিজয় ছিনিয়ে আনেন। তাই ১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক দিন।

তারেক রহমান বলেন, শোষণমুক্ত ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় ছিল স্বাধীন বাংলাদেশের মূল দর্শন। কিন্তু ফ্যাসিস্ট শক্তি বারবার সেই প্রত্যয়কে ধ্বংস করে জনগণের ওপর দুঃশাসন চাপিয়ে দিয়েছে এবং বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পরও দেশি-বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে। গত ১৬ বছর ধরে একের পর এক প্রহসনের নির্বাচন, গণতান্ত্রিক অধিকার হরণ, সংবাদপত্র ও বাকস্বাধীনতা দমন করে জনগণকে অধিকারহীন করা হয়েছে। নিরঙ্কুশ ক্ষমতার দাপটে দেশে ভয়, হতাশা ও নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করা হয়; অসংখ্য মানুষ গুম, হত্যা ও মিথ্যা মামলার শিকার হন।

বাণীতে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনের পতনের মধ্য দিয়ে দেশে আবার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা জেগে উঠেছে। এই মুহূর্তে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠনের পরিবেশ নিশ্চিত করা জরুরি।

বিজয় দিবসের প্রেরণায় বিভাজন ও হিংসা ভুলে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই হোক আজকের দিনের অঙ্গীকার। মহান বিজয় দিবস উপলক্ষে তিনি সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!