হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

সিডনির বন্ডি বিচে ভয়াবহ গোলাগুলি, নিহত ১০; দুই সন্দেহভাজন আটক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ৬৯৪৯ বার

অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডি বিচে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারীদের অতর্কিত হামলায় এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সিডনি পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় অভিযান এখনও চলমান রয়েছে। এ কারণে জনসাধারণকে সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় না যাওয়ার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার সময় বন্ডি বিচের আইসবার্গস রেস্টুরেন্টে অনেক মানুষ রাতের খাবার খাচ্ছিলেন। হঠাৎ করেই একের পর এক গুলির শব্দ শোনা গেলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে মানুষ ছুটে পালাতে থাকে।

গুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার। আহতদের উদ্ধারে জরুরি সেবা সংস্থাগুলো কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

অস্ট্রেলিয়ার প্রভাবশালী দৈনিক সিডনি মরনিং হেরাল্ড জানিয়েছে, ঘটনাস্থলে একাধিকবার গুলি চালানো হয়েছে। স্থানীয়দের মতে, পরিস্থিতি এখনও ভয়াবহ ও থমথমে। এদিকে, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

ঘটনার বিস্তারিত কারণ ও হামলাকারীদের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!