হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৩১০ বার
চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশের স্বাধীনতার ঊষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মহান আত্মত্যাগের স্মরণে চিলমারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও থানাহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্বালন করা হয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বালাবাড়ী বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য আব্দুল বারী সরকার, চিলমারী মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, সদস্য সাহেব আলী, সাংবাদিক বদরুদ্দোজা বুলু, আবু ওবায়দুল হক খাজা, অসীম আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

এদিকে সকাল ১১টায় চিলমারী সিনিয়র আলিম মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাজমুল হক। আলোচনা সভায় দেশের স্বাধীনতা ও কল্যাণে শহীদ বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরা হয়।

এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং তার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!