বিনোদন ডেস্কঃ
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তা ধরে রেখেছেন সুপারস্টার সালমান খান। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে তিনি শুধু রূপালি পর্দাই নয়, গোটা ইন্ডাস্ট্রিকেই কাঁপিয়ে চলেছেন বছরের পর বছর। একসময় তো এমনও ছিল, পর্দায় সালমান খানের উপস্থিতিই ছিল ছবির সাফল্যের সবচেয়ে বড় নিশ্চয়তা।
তবে সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও অনুভূতি নিয়ে বেশ খোলামেলা হয়েছেন এই অভিনেতা। এর আগেই তিনি জানিয়েছিলেন, গত ২৫ বছরে তিনি ক্রমেই একা হয়ে পড়েছেন এবং জীবনের পথে অনেক কাছের মানুষকে হারিয়েছেন।
এবার সরাসরি নিজের অভিনয় দক্ষতা নিয়েই প্রশ্ন তুললেন সালমান খান। নিজের অভিনয় নিয়ে রীতিমতো কটাক্ষ করে তিনি বলেন,
‘আমি তো অভিনয় করতেই পারি না। বাকি সব কিছু করলেও অভিনয়টা শিখতে পারলাম না। আমি যেটা করি, সেটা আমার যেটা মনে হয়, সেটাই করি।’
এখানেই থেমে থাকেননি তিনি। নিজের আবেগ প্রকাশ নিয়েও অদ্ভুত এক উপলব্ধির কথা জানান সালমান। কান্না প্রসঙ্গে তিনি বলেন,
‘আমি নাকি কাঁদতেও পারি না। আমার মনে হয়, আমি কাঁদলে মানুষ সেটা দেখে হাসে।’
একজন সফল ও জনপ্রিয় তারকার এমন আত্মসমালোচনামূলক বক্তব্য ইতোমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। কেউ একে তার বিনয় হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—এই স্বীকারোক্তির মধ্যেই লুকিয়ে আছে সালমান খানের আলাদা করে ওঠার রহস্য।

Leave a Reply