হোম / জাতীয়
জাতীয়

হামলাকারী ও শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতীয় হাইকমিশনে ঢোকার হুঁশিয়ারি জুলাই ঐক্যের

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ণ পড়া হয়েছে: ১১০ বার


নিজস্ব প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে না দিলে পুলিশের বাধা উপেক্ষা করেই ভারতীয় হাইকমিশনে ঢুকে পড়ার হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য।

বুধবার বিকেল পাঁচটার দিকে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি শেষে এই হুঁশিয়ারি দেয় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’।

শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে গত বুধবার এ কর্মসূচির ঘোষণা দেয় মোর্চাটি।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা তিনটার দিকে রাজধানীর রামপুরা থেকে জুলাই ঐক্যের সংগঠকদের নেতৃত্বে একটি মিছিল শুরু হয়। মিছিলটি বিকেল চারটার দিকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় সড়কে বসে পড়ে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘ভারতীয় আধিপত্য, মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবিরোধী নানা প্ল্যাকার্ড বহন করেন তাঁরা।

কর্মসূচিতে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু ও জাকসু) একাধিক নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী ওরফে এ বি জুবায়ের বলেন,
“নরেন্দ্র মোদি কান খুলে শুনে রাখো— যদি তোমাদের আগ্রাসন বন্ধ না হয়, যদি সীমান্তে গুলি চলে, যদি আমাদের দেশের খুনিদের আশ্রয় দেওয়া হয় এবং শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয়, তাহলে তোমাদের আধিপত্যবাদ বন্ধ করতে যা যা করা দরকার, আমরা তাই করব।”

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন,
“আজ আমরা আমাদের ঘৃণা প্রদর্শনের জন্য হাইকমিশন পর্যন্ত এসেছি। আজ এখানে থেমেছি। যদি তোমরা সংশোধন না হও, তাহলে ভেতরেও ঢুকব।”


বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!