হোম / জাতীয়
জাতীয়

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৩৫২১ বার


আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরাকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের লন্ডনের বিমানবন্দরে বিদায় জানাতে গিয়ে ভিড় বা হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার স্থানীয় সময় লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, “আজকের এই অনুষ্ঠানটি দুটি কারণে গুরুত্বপূর্ণ—প্রথমত ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, দ্বিতীয়ত আপনাদের সঙ্গে আমি দীর্ঘ ১৭ থেকে প্রায় ১৮ বছর সময় কাটিয়েছি। ইনশাআল্লাহ আগামী ২৫ তারিখ আমি দেশে ফিরে যাচ্ছি।”

দেশে ফেরার সময় বিমানবন্দরে কোনো ধরনের বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাবো। কিন্তু এই ঘরে উপস্থিত প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ—দয়া করে কেউ সেদিন এয়ারপোর্টে যাবেন না।”

তারেক রহমান বলেন, বিমানবন্দরে ভিড় হলে হট্টগোল সৃষ্টি হবে এবং এতে বাংলাদেশের মানুষের পরিচয় নেতিবাচকভাবে উপস্থাপিত হতে পারে। “এতে করে দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে,” বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “যারা আমার এই অনুরোধ রাখবেন এবং সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের স্বার্থ ও সম্মানের প্রতি মর্যাদা রাখছেন। আর যারা আমার নিষেধ সত্ত্বেও সেখানে যাবেন, আমি ধরে নিতে বাধ্য হবো তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন।”


বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!