কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপত্র পেয়েছেন আলহাজ সাইফুর রহমান রানা। দলীয় সূত্রে জানা গেছে, দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দীর্ঘ আলোচনা ও মূল্যায়নের পর রানা-কে এই আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মনোনয়নপত্র পাওয়ার পর সাইফুর রহমান রানা সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় বলেছেন, “দেশ ও জনগণের কল্যাণকে সামনে রেখে নির্বাচনে অংশগ্রহণ করব। মানুষের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করতে চাই।”
কুড়িগ্রাম-১ আসনে এ বছর প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিএনপি ও দলীয় প্রার্থী এই আসনে ভোটারদের কাছে নিজেদের কার্যক্রম ও উন্নয়নমুখী পরিকল্পনা তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।
বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনী প্রচারণা শুরুর পর আসনের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার কথা বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
কুড়িগ্রাম
২৫ কুড়িগ্রাম-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আলহাজ সাইফুর রহমান রানা
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৯২৬৯ বার
২৫ কুড়িগ্রাম-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আলহাজ সাইফুর রহমান রানা
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ডিজিটাল সিকিউরিটির অজুহাতে আর কোনো সাংবাদিককে কারাগারে পাঠানো হবে না : খুলনার জেলা প্রশাসক
3 minutes আগে
ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিল
1 hour আগে

Leave a Reply