নিউজ ডেস্কঃ
২০২৫ সালে দক্ষিণী সিনেমার দাপট আর ওটিটি জোয়ারের মাঝেও বলিউড প্রমাণ করেছে, তার আগুন এখনও নিভেনি। ‘ছাবা’, ‘সাইয়ারা’ ও ‘ধুরন্ধর’-এর ধারাবাহিক সাফল্যের পর ২০২৬ সালেও বড় পর্দায় পরাশক্তি দেখাতে চলেছেন শাহরুখ খান, সালমান খান, হৃতিক রোশন, রণবীর কাপুরের মতো সুপারস্টাররা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নতুন বছরে বেশ কিছু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এবং সিক্যুয়েল মুক্তি পাচ্ছে। হৃতিক রোশনের ‘কৃশ ৪’, অক্ষয় কুমারের ‘হেরা ফেরি ৩’, অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’, টাইগার শ্রফের ‘বাগি ৪’, বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’, রানি মুখার্জির ‘মার্দানি ৩’ অন্যতম। পাশাপাশি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’, শাহরুখ খানের ‘কিং’, সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’, এবং সালমান খানের দেশাত্মবোধক ‘ব্যাটেল অব গালওয়ান’-এর মতো মেগাবাজেট সিনেমাও মুক্তির পথে।
দক্ষিণী সিনেমার ঝাঁকিতেও দর্শকের আগ্রহ বাড়ছে। প্রভাসের ‘ফৌজি’, যশের ‘টক্সিক’, কিয়ারা আদভানির নতুন চরিত্র, ছত্রপতি শিবাজীর বায়োপিক ‘দ্য প্রাইড অব ভারত’ এবং ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় পর্ব আলোচনার কেন্দ্রবিন্দু।
হাস্য ও ফ্যামিলি জঁরানার ক্ষেত্রেও ২০২৬ সালের বলিউড সমৃদ্ধ। অক্ষয় কুমার ও টাবুর ‘ভূত বাংলা’, ‘ধামাল ৪’, ‘পতি পত্নী অউর ওহ ২’ দর্শকের মনোরঞ্জনের জন্য তৈরি।
টলিউডেও নতুন বছরের রিলিজে রয়েছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’, সুমন ঘোষের ‘ফ্যামিলিওয়ালা’, ‘ইচ্ছে’-এর সিক্যুয়েল, ‘বহুরুপী ২’, রাহুল মুখোপাধ্যায়ের ‘মন মানে না’, জিতের অনন্ত সিং বায়োপিক এবং দেবের ‘খাদান ২’, ‘প্রজাপতি ৩’।
সংক্ষেপে বলা যায়, ২০২৬ সালের বলিউড ও টলিউডের সিনেমা পর্দা দখল করতে, অ্যাকশন, রোম্যান্স, দেশাত্মবোধক এবং ফ্যামিলি ঘরানার এক সমৃদ্ধি বয়ে আনতে প্রস্তুত। দর্শকরা নতুন বছরের শুরু থেকেই বড় পর্দার বিস্ফোরণ দেখতে পাবে।
বিনোদন
২০২৬ সালে বলিউড-টলিউডে ঝড় তুলতে আসছে সুপারস্টারদের মেগাবাজেট ও ‘মাস্ট ওয়াচ’ সিনেমা
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৮৫৩ বার
বিজ্ঞাপন

Leave a Reply