মাসান টিভি ডেস্কঃ
আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া রেকর্ডকৃত ভাষণে তিনি এসব তথ্য জানান।
সিইসি বলেন—সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।
আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জানুয়ারি।
ঘোষিত তফসিল অনুযায়ী—
২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এতে মনোনয়ন জমার সময় মিলছে ১৮ দিন আর নির্বাচনী প্রচারণার সময় থাকছে ২০ দিন।
প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণে বলেন—আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হবে ভোট উৎসব। এদিন ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে।
সিইসি আশা প্রকাশ করেন—সমস্ত রাজনৈতিক দল, প্রশাসন এবং ভোটারদের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply