মাসান টিভি ডেস্ক:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার—সিইসি এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে রেকর্ডকৃত ভাষণে এ ঘোষণা দেন তিনি।
সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে ভাষণটি সম্প্রচার শুরু হয়।
সিইসি তার ভাষণে বলেন—নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ সময় তিনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগে ভোটারদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান নির্বাচন কমিশনার আরও জানান—আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাঠ প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার নিশ্চয়তা দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

Leave a Reply