চট্টগ্রাম প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে এক সমাবেশে রূপ নেয়। এ সময় বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে—হাদি, হাদি’ ও ‘জাস্টিস ফর হাদি’সহ নানা স্লোগান দেন। তাদের হাতে ছিল হাদি হত্যার বিচারের দাবিসংবলিত প্ল্যাকার্ড।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক নেতা ইবনে হোসেন জিয়াদ। তিনি বলেন, “হাদি হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা শুরু করেছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে প্রয়োজনে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের অপসারণ দাবিতে আন্দোলনে নামা হবে।”
জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ অভিযোগ করেন, হাদি হত্যা মামলায় তড়িঘড়ি করে ভুল ও অসম্পূর্ণ অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তিনি বলেন, “চার্জশিটে একাধিক ভুল তথ্য রয়েছে এবং মূল আসামিদের বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে সংশোধিত অভিযোগপত্র দিয়ে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব বলেন, “হাদি হত্যা মামলার অভিযোগপত্রে সঠিক তথ্য উঠে আসেনি। অন্তর্বর্তী সরকার যদি টালবাহানা অব্যাহত রাখে, তাহলে চট্টগ্রাম থেকেই কঠোর আন্দোলনের ঘোষণা আসবে।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর ওসমান হাদি মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ১২ জানুয়ারি মামলার বাদী অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় নেন এবং বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দাখিল করেন।
কুড়িগ্রাম
হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
2 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
2 hours আগে

Leave a Reply