হোম / জাতীয়
জাতীয়

হাদি’র খুনীদের বিচারের দাবিতে বড়াইগ্রামে পৃথক বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৮৩ বার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি’র খুনীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বড়াইগ্রাম পৌর জামায়াতের উদ্যোগে লক্ষ্মীকোল বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, সহকারি সেক্রেটারী হাসানুল বান্না উজ্জল, পৌর আমীর আলমাস হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলা নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান ও পৌর আমীর মীর মহিউদ্দিনের নেতৃত্বে বনপাড়া বাজারে এবং নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসিনুর রহমানের নেতৃত্বে ধানাইদহ বাজারে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হাদি’র খুনীদের বিচারের দাবিতে বড়াইগ্রামে পৃথক বিক্ষোভ মিছিল
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!