হোম / জাতীয়
জাতীয়

হাদির ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: সিইসি নাসির উদ্দিন

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৭৪২৪ বার

নিউজ ডেস্কঃ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ওঠা প্রশ্ন নাকচ করে তিনি বলেন, দেশে বড় ধরনের কোনো অবনতি হয়নি।

রাজধানীতে আয়োজিত ‘জেন ভোটার ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন,
“আইনশৃঙ্খলার অবনতি কোথায়? মাঝেমধ্যে দু–একটি খুনের ঘটনা ঘটে। এই যে হাদির একটি ঘটনা ঘটেছে, সেটিকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করি।”

তিনি বলেন, অতীতেও এ ধরনের সহিংস ঘটনা ঘটেছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হত্যাকাণ্ডের উদাহরণ টেনে সিইসি বলেন,
“এ ধরনের ঘটনা তো সব সময়ই ছিল। বাংলাদেশে এ রকম ঘটনা নতুন কিছু নয়।”

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যেকোনো ধরনের আশঙ্কা ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানিয়ে সিইসি বলেন,
“মিডিয়াসহ বিভিন্ন মহলে নির্বাচন নিয়ে কিছু সংশয় থাকতে পারে। তবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই—নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে সবাইকে সঙ্গে নিয়ে, সবার সহযোগিতায়।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নতি হয়েছে।
“আপনারা যদি গত ৫ আগস্ট বা ২৪-এর পরিস্থিতির সঙ্গে তুলনা করেন, তখন থানাগুলো কার্যত অকার্যকর ছিল। সেই সময়ের তুলনায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আমরা শান্তিতে চলাফেরা করতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি।”

সিইসি জানান, সম্প্রতি শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা নির্বাচন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আশ্বাস দিয়েছে।
“বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তারা নিশ্চিত করেছে—সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে,” বলেন তিনি।

নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন,
“নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে, একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হবে। জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, নির্বাচন কমিশন তা পরিপালনে প্রতিজ্ঞাবদ্ধ।”

তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন,
“আমরা পেছনে ফিরে যাচ্ছি না। তরুণদের ওপর ভর করেই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। দেশের বিভিন্ন জনগোষ্ঠীর অংশগ্রহণ দেখলে ভবিষ্যৎ নিয়ে আরও আশাবাদী হই।”

এই নির্বাচনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে সিইসি বলেন,
“এই নির্বাচনে প্রথমবারের মতো ডাকযোগে ভোটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে। গত ৫৪ বছরে যা হয়নি, এবার আমরা তা করছি।”

তিনি আরও জানান, প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা আগে ভোট দিতে পারতেন না, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে কারাবন্দি, প্রবাসী এবং নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মচারীদের জন্যও ভোটের ব্যবস্থা করা হচ্ছে।

সবশেষে সিইসি বলেন,
“এবার একটি গণভোটও একসঙ্গে অনুষ্ঠিত হবে। এটি নিঃসন্দেহে একটি সাহসী ও ঐতিহাসিক উদ্যোগ। এই উদ্যোগে সবার, বিশেষ করে তরুণ প্রজন্মের, সক্রিয় অংশগ্রহণ থাকলে আমরা অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।”

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!