হোম / অপরাধ
অপরাধ

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৫৪ বার
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত


লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রনি মিয়া (২৩) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহায়তায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্ত এলাকার ৯০২ নম্বর পিলারের কাছে।
গুলিবিদ্ধ রনি মিয়া ওই এলাকার হারুন অর রশিদের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি মিয়া কয়েকজন সঙ্গীর সঙ্গে সীমান্তের ওই এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে রনি মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। স্থানীয়দের দাবি, এর আগেও রনি মিয়া বিএসএফের গুলিতে আহত হয়েছিলেন।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!