নিউজ ডেস্কঃ
আরও একবার নিজের আগুনঝরা ফর্মের প্রমাণ দিলেন আর্লিং হলান্ড। নরওয়েজিয়ান এই গোলমেশিনের জোড়া গোলে প্রিমিয়ার লিগে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে পেপ গার্দিওলার দল।
আজ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৫ম মিনিটেই দলকে এগিয়ে দেন হলান্ড। চলতি মৌসুমে এটি দশমবারের মতো লিগ ম্যাচে প্রথম গোল করে সিটিকে এগিয়ে দিলেন এই নরওয়েজিয়ান তারকা। ২০২৫–২৬ মৌসুমে এখন পর্যন্ত আর কোনো খেলোয়াড়ই নিজের দলের হয়ে পাঁচটির বেশি ম্যাচে প্রথম গোল করতে পারেননি।
প্রথমার্ধে আরও একটি গোল যোগ করে ব্যবধান বাড়ায় সিটি। দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন হলান্ড। এই গোলের মধ্য দিয়েই প্রিমিয়ার লিগে গোলসংখ্যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যান তিনি।
পর্তুগিজ কিংবদন্তি রোনালদো দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে ২৩৬ ম্যাচে ১০৩ গোল করেছিলেন। সেখানে হলান্ড মাত্র ১১৪ ম্যাচ খেলেই সেই মাইলফলক পেরিয়ে গেলেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে তার গোলসংখ্যা এখন ২৫।
ওয়েস্ট হামের বিপক্ষে এই জয়ের ফলে ১৭ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির সংগ্রহ দাঁড়িয়েছে ৩৭ পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রয়েছে। আজ রাতে পয়েন্ট তালিকার দশ নম্বরে থাকা এভারটনের মাঠে খেলতে নামবে মিকেল আরতেতার শিষ্যরা। সেই ম্যাচে আর্সেনাল জিততে না পারলে ১৭ রাউন্ড শেষে লিগের শীর্ষস্থান ধরে রাখবে ম্যানচেস্টার সিটি।
খেলাধুলা
হলান্ডের জোড়া গোলে ওয়েস্ট হামকে উড়িয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ২২৭০৫ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply