হোম / সারাদেশ
সারাদেশ

হঠাৎ বন্ধ ওএমএসের চাল-আটা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৮৯৩৮ বার


নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ করে ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় রাজধানীর নিম্ন আয়ের মানুষদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ডিলাররা জানান, আদালতে চলমান মামলার কারণে বুধবার (২৪ ডিসেম্বর) থেকে রাজধানীর একাধিক ওএমএস কেন্দ্রে চাল ও আটা বিক্রি স্থগিত রয়েছে।
ঢাকার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, হতদরিদ্র ও দিনমজুররা খালি হাতে ফিরে যাচ্ছেন। কেউ কেউ সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। রাজধানীর ওএমএস কেন্দ্রগুলোতে ঝুলছে নোটিশ—‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম বন্ধ।’
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনার কারণে কিছু কেন্দ্রে বিক্রি বন্ধ রয়েছে। খাদ্য সচিব মো. ফিরোজ সরকার বলেন, “ডিলারদের মধ্যে বিরোধের কারণে মামলা হয়েছে। আদালতের নির্দেশনায় বুধবার কিছু কেন্দ্রে ওএমএস বন্ধ রয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আগামী রোববার বিকল্প ব্যবস্থায় চালু করা হবে।”
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, বাজারে চাল ও আটার দাম ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী। ওএমএস বন্ধ থাকায় দৈনন্দিন ক্রয় ঝুঁকিপূর্ণ হয়েছে। মালিবাগ ও পশ্চিম রামপুরার কয়েকজন ডিলার জানান, চাহিদা বেশি থাকায় বরাদ্দ না আসায় কেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তারা দ্রুত ওএমএস কার্যক্রম পুনরায় চালুর জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!