হোম / তথ্যপ্রযুক্তি
তথ্যপ্রযুক্তি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল: এআই তৈরি লাল-সাদা শাড়ি আর থ্রি-ডি ফিগারিন ট্রেন্ড

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৫৩৯২ বার
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল: এআই তৈরি লাল-সাদা শাড়ি আর থ্রি-ডি ফিগারিন ট্রেন্ড
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল: এআই তৈরি লাল-সাদা শাড়ি আর থ্রি-ডি ফিগারিন ট্রেন্ড

ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ছে লাল বা সাদা শাড়ি পরিহিত নারীর ছবি, কপালে টিপ, মাথায় ফুল। আবার অনেক ব্যবহারকারীর থ্রি-ডি মূর্তি এবং পাশের ক্যানভাসে আঁকা ছবি।

এই ছবি বেশিরভাগই তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। নতুন ট্রেন্ডের দুই প্রধান ধারা হলো:

  • ‘ন্যানো ব্যানানা এআই শাড়ি’ (Google Gemini দ্বারা তৈরি)
  • ‘ন্যানো ব্যানানা থ্রি-ডি ফিগারিন’

ভারতে এই ট্রেন্ড এখন দাপিয়ে বেড়াচ্ছে, তবে বাংলাদেশেও সমানভাবে জনপ্রিয়। এটি এক ধরণের ডিজিটাল আর্ট, যা গুগলের Gemini Nano Banana Image Generator টুল ব্যবহার করে তৈরি করা হয়।

ছবি তৈরির জন্য ব্যবহারকারীদের “প্রম্প্ট” বা নির্দেশনা দিতে হয়—যেমন শাড়ির রঙ, ব্যাকগ্রাউন্ড, আলো—তারপর টুলটি সেই অনুযায়ী নতুন ছবি তৈরি করে। থ্রি-ডি ফিগারিন ট্রেন্ডে থাকে ব্যবহারকারীর ছোট মূর্তি এবং পাশের স্কেচ।

সোশ্যাল মিডিয়া গবেষক সিমরণ পি কৌর বলেন, “গত কয়েক দিনে এই ট্রেন্ড ভারতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি, সবাই এতে অংশ নিচ্ছেন। মজার বিষয় হলো, কীভাবে এই এআই টুল ব্যবহার করে ছবিতে এডিট করা যায়, তা নিয়েও কৌতূহল সৃষ্টি হয়েছে।”

এভাবেই এআই আর সামাজিক যোগাযোগ মাধ্যম মিলিয়ে তৈরি করছে নতুন ডিজিটাল আর্ট ট্রেন্ড, যা এই মুহূর্তে ভারতে এবং বিশ্বের অন্যান্য দেশে দ্রুত ছড়াচ্ছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!