হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

সোনাহাট স্থলবন্দর শাখায় সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ সেবার উদ্বোধন

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ৭২৫ বার
সোনাহাট স্থলবন্দর শাখায় সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ সেবার উদ্বোধন
সোনাহাট স্থলবন্দর শাখায় সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ সেবার উদ্বোধন
সোনাহাট স্থলবন্দর শাখায় সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ সেবার উদ্বোধন
সোনাহাট স্থলবন্দর শাখায় সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ সেবার উদ্বোধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সোনালী ব্যাংক পিএলসি’র সোনাহাট স্থলবন্দর শাখায় এটিএম ও সিআরএম বুথ সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাখা প্রাঙ্গণে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম ও সিআরএম বুথ সেবার উদ্বোধন করেন আমিনুল ইসলাম, জেনারেল ম্যানেজার (জিএম), সোনালী ব্যাংক পিএলসি, রংপুর জেনারেল ম্যানেজারস অফিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ হেলালী, ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, কুড়িগ্রাম এবং আবুল কালাম মোহাম্মদ হোসেন, সাবেক প্রিন্সিপাল অফিসার, ভূরুঙ্গামারী।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সোনালী ব্যাংক পিএলসি, সোনাহাট স্থলবন্দর শাখার ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাবুল আক্তার, অধ্যক্ষ, সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়; আমিনুল হক, সহকারী পরিচালক, স্থলবন্দর কর্তৃপক্ষ; মশিউর রহমান, ম্যানেজার, ইসলামী ব্যাংক সোনাহাট স্থলবন্দর শাখা; শাহজাহান আলী মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান; ব্যবসায়ী আবুল হোসেন ব্যাপারী, জালাল উদ্দিন, ছাইফুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, সোনাহাট স্থলবন্দর এলাকায় আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে এটিএম ও সিআরএম বুথ চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা সহজে ও নিরাপদে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, নতুন চালু হওয়া এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে সোনালী ব্যাংকের গ্রাহকরা ২৪ ঘণ্টা নগদ অর্থ জমা ও উত্তোলনের সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!