হোম / অপরাধ
অপরাধ

সোনাহাট স্থলবন্দরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাটি কাটার অভিযোগ, আইনগত ব্যবস্থার দাবি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫৪৬ বার
সোনাহাট স্থলবন্দরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাটি কাটার অভিযোগ,
সোনাহাট স্থলবন্দরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাটি কাটার অভিযোগ,

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের জমি থেকে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

জানা গেছে, কুমিল্লার পাথর ব্যবসায়ী শফিকুল ইসলাম সোনাহাট স্থলবন্দর এলাকায় বানুরকটি মৌজার এ/৮৯৮ ও এ/১১৪৬ খতিয়ানভুক্ত ২৬৬৯ ও ২৬৭৩ নম্বর দাগে মোট ৬৩ শতক জমি ক্রয় করে সেখানে ‘মেসার্স মারিয়া ইন্টারন্যাশনাল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভারত থেকে পাথর আমদানি করে ব্যবসা করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টার দিকে এলাকার কিছু প্রভাবশালী মাটি ব্যবসায়ী ভেকু মেশিন ব্যবহার করে ওই প্রতিষ্ঠানের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যায়। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষে শফিকুল ইসলামের ভাই মো. সাব্বির হোসেন (পিতা: আব্দুর রশিদ, সাং: ঘোড়াশাল, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা) গত ২২ ডিসেম্বর ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খোজ নিয়ে জানাগেছে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কেটে নেয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি স্থলবন্দর এলাকার ব্যবসায়িক পরিবেশও হুমকির মুখে পড়ছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল জড়িত মাটি ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কার্যকর নজরদারির দাবি জানিয়েছে। ভুরুঙ্গামারী থানার অফিসার অফিসার ইনচার্জ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান,বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!