নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও নতুন শিক্ষাবর্ষের বই বিতরণী অনুষ্ঠান বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফুজ্জামান আশিক ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়মনিরহাটের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম জাহান মাস্টার। শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল হোসেন ব্যাপারী, সভাপতি, সোনাহাট ইউনিয়ন বিএনপি; ফেরদৌস হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আব্দুল গফুর, সুপার, সোনাহাট দাখিল মাদ্রাসা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ, মোঃ শফিকুল ইসলাম (পল্লি চিকিৎসক), প্রধান অতিথির সফরসঙ্গী এমরান ভাইসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম বলেন,
“শিক্ষাই একটি জাতির প্রকৃত শক্তি। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।”
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং সময়ের সঠিক ব্যবহার করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম জাহান মাস্টার বলেন,
“একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সচেতনতার ওপর। সবাই একসাথে কাজ করলে এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে।”
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা, মোবাইল ও অপসংস্কৃতি থেকে দূরে থাকা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
সার্বিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply