রাজশাহী প্রতিনিধি: দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে গেছে এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাষ্ট্রীয় কাঠামো ও রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক সংস্কার অপরিহার্য।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর হোটেল ওয়ারিশানে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মজুমদার উল্লেখ করেন, বর্তমানে নির্বাচনে কালো টাকার প্রভাব এবং পেশিশক্তির দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। রাজনৈতিক দলগুলোর ভেতরেও অর্থনির্ভর রাজনীতি প্রাধান্য পাচ্ছে। বহু ক্ষেত্রে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত যোগ্য নেতারা বিপুল অর্থ দিতে না পারায় মনোনয়ন থেকে বঞ্চিত হচ্ছেন, আর অযোগ্য ব্যক্তিরা প্রভাবশালী শক্তির মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছেন। এটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ দুর্নীতি ও অনৈতিক চর্চার ভয়াবহ চিত্র তুলে ধরে।
তিনি আরও বলেন, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন। অতীতে কমিশনের অনেক সদস্য সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং ক্ষমতাসীন দলের পক্ষপাতিত্ব করেছেন। ফলে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে এবং নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা কমে গেছে।
সংবিধান প্রসঙ্গে ড. মজুমদার বলেন, বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করার লক্ষ্যেই সংবিধান প্রণয়ন করা হয়েছিল, যার মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে বিপুল ক্ষমতা কেন্দ্রীভূত হয়। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতা আরও কেন্দ্রীভূত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর দীর্ঘদিন ক্ষমতায় থাকার পথ তৈরি হয়েছে।
তিনি ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের উদাহরণ উল্লেখ করে বলেন, ওই নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম সেরা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে গণ্য। সে সময় জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল, যা গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
সংলাপে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, সম্ভাব্য প্রার্থী ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনের ভূমিকা এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং মতামত তুলে ধরেন।
কুড়িগ্রাম
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়: ড. বদিউল আলম মজুমদার
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪২৯ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
3 hours আগে
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
3 hours আগে

Leave a Reply