সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও তাদের প্রতিনিধিরা জেলা ও উপজেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২টার পর থেকে একে একে প্রার্থীরা সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও বেলকুচি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম খান আলীম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলী আলম মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এদিকে বেলকুচি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি হাজী শেখ নুরুন নাবী, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গোলাম মওলা খান বাবলু, গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী ইউসুফ আলী এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আকবর হোসেন মোল্লা মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, ভোটের পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা গেলে সেই শঙ্কা দূর হবে।
প্রার্থীরা আরও বলেন, প্রশাসনের কঠোর নজরদারি ও নিরপেক্ষ অবস্থান থাকলে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এতে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সার্বিকভাবে দিনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
জাতীয়
সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থী ও প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র দাখিল
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৪০৩ বার
বিজ্ঞাপন

Leave a Reply