খুলনা প্রতিনিধিঃ
COME FOR UNPRIVILEGED CHILD (CUC)-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও দরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দুপুরে নগরীর ৬১ সাউথ সেন্ট্রাল রোডে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে শিশুদের হাতে শীতবস্ত্র ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“সমাজের সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। একটি শিশুকে শিক্ষা উপকরণ দেওয়া মানেই তার জীবনের পথে আলোর দিশা দেখানো। শিক্ষা ছাড়া টেকসই সামাজিক পরিবর্তন সম্ভব নয়, আর এই শিশুরাই একদিন দেশের সম্পদে পরিণত হবে।”
তিনি আরও বলেন,
“সমাজের প্রত্যেক মানুষ যদি অন্তত একজন শিশুর দায়িত্ব নেয়, তাহলে পিছিয়ে পড়া শিশুর সংখ্যা অনেকটাই কমে আসবে। এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস গড়ে তোলে এবং স্বপ্ন দেখার সাহস জোগায়।”
এ সময় তিনি সিইউসি’র মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সিইউসি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাশাপাশি খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও সিইউসি স্কুল ও এর শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সিইউসি’র এ উদ্যোগকে উপস্থিত সবাই প্রশংসনীয় ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।
কুড়িগ্রাম
সিইউসি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কেএমপি’র শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১ বার
বিজ্ঞাপন

Leave a Reply