হোম / অপরাধ
অপরাধ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আট দেশে ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ২৩ বার


চট্টগ্রাম প্রতিনিধি:
সাবেক ভূমিমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিবিদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে গড়ে তোলা বিপুল সম্পদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে আদালত। আটটি দেশে ছড়িয়ে থাকা তার মালিকানাধীন ২৯৭টি বাড়ি ও ৩০টি অভিজাত অ্যাপার্টমেন্ট জব্দের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি মার্কিন ডলার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে জাবেদসহ মোট ছয়জনের নামে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধ করার নির্দেশও দেন আদালত।
দুদকের তথ্যমতে, সাবেক এই মন্ত্রীর বিদেশে থাকা সম্পদের পরিমাণ বিস্ময়কর। এর মধ্যে শুধু কম্বোডিয়াতেই রয়েছে ১১৭টি বাড়ি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৫৯টি, মালয়েশিয়ায় ৪৭টি, যুক্তরাষ্ট্রে ৪০টি এবং থাইল্যান্ডে ২৩টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। পার্শ্ববর্তী দেশ ভারতে রয়েছে ৯টি এবং ফিলিপাইনে ২টি বাড়ি। ভিয়েতনামে রয়েছে ৪টি বাড়ির পাশাপাশি ৩০টি অভিজাত অ্যাপার্টমেন্ট।
স্থাবর সম্পদের পাশাপাশি যুক্তরাষ্ট্রে জাবেদের বিনিয়োগ করা এক কোটি মার্কিন ডলারও অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের উপপরিচালক মশিউর রহমান এসব বাড়ি ও অ্যাপার্টমেন্ট জব্দ এবং বিদেশে বিনিয়োগকৃত অর্থ অবরুদ্ধের আবেদন করেন। অন্যদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জাবেদসহ ছয়জনের নামে থাকা বিপুল পরিমাণ শেয়ার অবরুদ্ধ করার আবেদন জানালে আদালত তাতে সম্মতি দেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক এই মন্ত্রী ও ব্যবসায়ী যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে দুদক ও সিআইডি একাধিক মামলা দায়ের করেছে।
দুদক জানিয়েছে, পাচারকৃত অর্থের উৎস ও গন্তব্য শনাক্ত হওয়ার পর এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংস্থাটি জানিয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় এভাবে বিপুল পরিমাণ অর্থ পাচার করে বিদেশে শত শত বাড়ি ও বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হওয়ার খবরে চট্টগ্রামসহ সারা দেশের মানুষ বিস্মিত ও হতবাক বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!