হোম / জাতীয়
জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডিজেএডির শোক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ২৮৩০ বার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডিজেএডির শোক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডিজেএডির শোক

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের কৃতি সন্তান ও তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সম্মানিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর  নেই।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে দিনাজুপর সাংবাদিক সমিতি, ঢাকা (ডিজেএডি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

ডিজেএডি’র কার্যনির্বাহী কমিটির সভাপতি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হুমায়ুন চিশতি এক শোকবার্তায় বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ও দীর্ঘ সংগ্রাম জাতি কৃতজ্ঞতচিত্তে স্মরণ করবে। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া সততা, দৃঢ়তা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর সিদ্ধান্ত ও অবস্থান দেশের রাজনৈতিক অগ্রযাত্রায় একটি তাৎপর্যপূর্ণ প্রভাব রেখে গেছে।তাঁর মৃত্যুতে জাতি একজন সৎ ও দেশপ্রেমিক নেত্রীকে হারালো। তাঁর দীর্ঘ সংগ্রাম ও আপসহীন নেতৃত্বে জাতি সবসময় মুক্তির অনুপ্রেরণা পেয়েছে।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের প্রধানই ছিলেন না, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও ঘটনাবহুল। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দীর্ঘ সময় ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
ডিজেএডি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। পাশাপাশি মহান আল্লাহ তাআলা তাঁকে বেহেশত নসীব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিএনপির নেতাকর্মী এবং তাঁর অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডিজেএডির শোক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডিজেএডির শোক
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!