হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

সাংবাদিকদের সহযোগিতায় অপরাধমুক্ত সলঙ্গা গড়তে চায় পুলিশ

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫০২ বার


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
পুলিশ একা নয়, সাংবাদিকদের সহযোগিতায় অপরাধমুক্ত সলঙ্গা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর। সলঙ্গা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক অপরাধ দমনকে আরও কার্যকর করতে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু।
মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ইমাম জাফর। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজে কোথায় কী ঘটছে, কোথায় অপরাধ হচ্ছে—এই বাস্তব চিত্রটি সবার আগে সাংবাদিকরাই তুলে ধরেন।” তিনি আরও বলেন, পুলিশের একার পক্ষে সব অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সাংবাদিকরা যদি সঠিক ও সময়োপযোগী তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেন, তাহলে অল্প সময়ের মধ্যেই সলঙ্গাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।
ওসি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল জোরদার করা হবে এবং যেকোনো অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা সলঙ্গা থানা এলাকায় রাতের বেলায় নিরাপত্তাহীনতা, অতীতের হত্যাকাণ্ড এবং কিছু এলাকায় চুরির ঘটনার বিষয়টি তুলে ধরেন। সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে ওসি মো. ইমাম জাফর বলেন, “আপনাদের দেওয়া একটি তথ্যও বড় অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই নির্ভয়ে তথ্য দিন, পুলিশ আপনাদের পাশে থাকবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে এই সমন্বয় যদি অব্যাহত থাকে, তাহলে সলঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটতে বেশি সময় লাগবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ নন্দী। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান কার্যক্রম ও বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এছাড়া বক্তব্য রাখেন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন খন্দকার, সদস্য কারিকুল ইসলাম, আখতার হোসেন হিরন, আব্দুর রহিম, সোহেল রানা ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, পুলিশের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় আরও জোরদার হলে অপরাধ দমন সহজ হবে এবং সাধারণ মানুষের আস্থা বাড়বে। সভা শেষে সাংবাদিকরা মাদক ও সামাজিক অপরাধ দমনে পুলিশের সঙ্গে পেশাগত ও নৈতিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!