মানিকগঞ্জ প্রতিনিধি:
সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মানিকগঞ্জে। এ ঘটনায় দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজস্ব চার্জিং ভ্যানে করে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানাবাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানটির চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনায় তাঁরা মানিকগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
এ সময় হাসপাতালের গেটে ডিউটিরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। অভিযোগে বলা হয়, পরে হাসপাতালের নতুন ভবনের দশ তলার নিচতলায় স্বামীকে রেখে দ্বিতীয় তলায় ওই নারীকে নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী নারী নিচতলায় নেমে এসে স্বামীকে পুরো ঘটনা জানান। পরে স্থানীয়দের সহায়তায় তাঁরা মানিকগঞ্জ সদর থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরাধ
সহযোগিতার আশ্বাসে হাসপাতালে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ: মানিকগঞ্জে আটক দুই আনসার সদস্য
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:২২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬৭ বার
বিজ্ঞাপন

Leave a Reply