হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

সলিডারিটি চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ণ পড়া হয়েছে: ৭৯১ বার
সলিডারিটি চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান
সলিডারিটি চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান

রফিকুল হায়দার, কুড়িগ্রাম প্রতিনিধি।
অদ্য মঙ্গলবার (২৩ নভেম্বর/২৫) সকাল ১১:০০ ঘটিকায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী, শৌলমারী, চরশৌলমারী, বন্দবের ও দাঁতভাঙ্গা ইউনিয়নে সলিডারিটি চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে ব্রেড ফর দা ওয়ার্ল্ড জার্মান এর আর্থিক সহযোগীতায় ২২৮ জন উপকারভোগীদের মাঝে ১৪,৯৪,০০০/=(চৌদ্দ লক্ষ চুরানব্বই হাজার টাকা মাত্র) এক কালীন অনুদান চেকের মাধ্যমে প্রদান করা হয়।

এই অনুদানের টাকা দিয়ে উপকারভোগীরা বিভিন্ন ধরনের আয়বৃদ্ধি মুলক প্রকল্প যেমন ৭০০০/- টাকা করে ৭৬ জনকে ছাগল ভেড়া পালন, ৬০০০/- ১২৭ জনকে জলবায়ু সহনশীল ফসল ও শাকসবজি চাষাবাদ এবং ৮০০০/- টাকা করে ২৫ জনকে তাঁতের কাজ করে আয়বৃদ্ধি করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন, রৌমারী, কুড়িগ্রাম। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তাঁর বক্তব্যে বলেন সরকারের পাশাপাশি সলিডারিটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসা যোগ্য । তিনি এই টাকা দিয়ে তাদের আয়বৃদ্ধি করে তাদের উন্নত জীবিকা নির্বাহ করার কথা বলেন। তাদের কন্যা সন্তানদের বাল্য বিবাহ না দিয়ে লেখাপড়া করার জন্য উদ্যোগ গ্রহন করার কথা বলেন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব এটিএম গোলাম হায়দার, জনাব মোঃ ফজলুল হক , সদস্য নির্বাহী কাউন্সিল সলিডারিটি এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোর্শেদ বদরুন্নেছা বীথি প্রকল্প সমন্বয়কারী SFSCP সলিডারিটি, নতুন শহর কুড়িগ্রাম।
সভাপতিত্ব করেন এস এম হারুন অর রশিদ লাল, নির্বাহী পরিচালক, সলিডারিটি, কুড়িগ্রাম, বাংলাদেশ।

সলিডারিটি চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান
সলিডারিটি চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!