গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গোসিংগা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ সরকারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে গোসিংগা ইউনিয়নের লতিফপুর এলাকার কে, বি, এম ইটভাটার সামনে ফরিদ সরকারকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদ সরকার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা ও জামাল সরকারের ছেলে। তিনি জাসাসের একজন সক্রিয় সংগঠক ছিলেন এবং মাটি, ইট ও বালির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
নিহতের বাবা জামাল সরকার অভিযোগ করে বলেন, রাত ১০টার দিকে খাবার খেয়ে লতিফপুর ইটখলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ফরিদ। গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
গোসিংগা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য খুরশিদ আলম রফিক প্রধান জানান, রাত আনুমানিক পৌনে তিনটার দিকে কে, বি, এম ব্রিকসের ম্যানেজার তাকে ফোন করে ঘটনাটি জানান। এরপর তিনি বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করেন।
কে, বি, এম ব্রিকসের ম্যানেজার অজিদ সরকার ও নৈশপ্রহরী শফিকুল ইসলাম জানান, তারা ঘটনাস্থলে কাউকে দেখতে পাননি; ফরিদ সরকার রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন।
এদিকে শ্রীপুর উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল প্রধানসহ বিএনপির স্থানীয় নেতারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
অপরাধ
শ্রীপুরে জাসাস নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৩৮৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply