গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে এক রাতের মধ্যে খামারের আটটি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনা বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার নিজমাওনা গ্রামের পিওর প্লাস এগ্রো খামারে ঘটে। খামারের মালিক মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তার খামারে বিভিন্ন জাতের মোট ৫৯টি গরু ছিল এবং সামনের কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির জন্য মোটাতাজা করা হচ্ছিল।
নজরুল ইসলাম বলেন, “রাত ২টা পর্যন্ত আমি সজাগ ছিলাম। সাড়ে ৩টার দিকে আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে দেখি খামারের পেছনের তালা ও শিকল কাটা, আর কয়েকজন ব্যক্তি গরু একটি পিকাপ ভ্যানে ভরে নিয়ে যাচ্ছে। আমার ডাক চিৎকারে ওরা দ্রুত পালিয়ে যায়। চুরি হওয়া আটটি গরুর আনুমানিক মূল্য ৯-১০ লাখ টাকা। গরুগুলো সাদা, লালচে-ধূসর ও হালকা কালো রঙের।”
তিনি আরও যোগ করেন, “অনেক কষ্ট করে তিলে তিলে খামারটি গড়ে তুলেছিলাম,” কথাগুলো বলার সময় চোখে জল ধরে রাখতে পারেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে চুরি হওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা করা হবে। চুরি ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে, ঘন কুয়াশায় সকলকে সতর্ক থাকতে হবে।”
অপরাধ
শ্রীপুরে এক রাতেই খামারের ৮ গরু চুরি, কৃষক-খামারিতে আতঙ্ক
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪৬২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
3 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
3 hours আগে

Leave a Reply