হোম / বিনোদন
বিনোদন

শোবিজ ছেড়ে প্রবাসে নতুন সাফল্য—যুক্তরাষ্ট্রে ব্যবস্থাপক হলেন মোনালিসা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ণ পড়া হয়েছে: ১০৫২৩ বার

বিনোদন ডেস্কঃ

এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা ছিলেন দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। হঠাৎ করেই আলোঝলমলে এই জগত ছেড়ে তিনি পাড়ি জমান প্রবাসে, বেছে নেন ভিন্ন এক জীবনপথ। দীর্ঘদিন পর এবার যুক্তরাষ্ট্র থেকে সুখবর দিলেন এই তারকা।

দীর্ঘ ১২ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করছিলেন মোনালিসা। পরিশ্রম, দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে সম্প্রতি তিনি সেই প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন।

নিজের এই অর্জনের আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মোনালিসা। পোস্টে তিনি নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন।

শোবিজের রূপালি আলো থেকে দূরে থাকলেও মোনালিসা যে নিজের জায়গা নতুনভাবে তৈরি করেছেন, এই সাফল্য তারই প্রমাণ। প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এই সাফল্যে ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাকে জানাচ্ছেন অভিনন্দন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!