খুলনা প্রতিনিধিঃ
পাইকগাছায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মনোনীত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী শোককে শক্তিতে রূপান্তর করে দলীয় ঐক্য অটুট রেখে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, দেশের স্বার্থ রক্ষায় আপোষহীন ভূমিকার কারণে বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের কাছে ‘দেশনেত্রী’ হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। হামলা-মামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। জনগণের ভালোবাসায় তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন।
তিনি আরও বলেন, দেশনেত্রীর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন জরুরি। নির্বাচনের আগে দলের নেতাকর্মীদের মনোবল দৃঢ় করে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাপ্পী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য সকল শ্রেণি-পেশার মানুষ যেন নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দোয়া করেন। জিয়া পরিবার সবসময় দেশের সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিয়েছে। আগামীর সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের দায়িত্ব নিয়ে অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, জেলা ওলামাদলের সদস্য সচিব আবু মুছা, উপজেলা মহিলা দলের সভাপতি লক্ষ্মী রানীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কুড়িগ্রাম
শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান— এস এম মনিরুল হাসান বাপ্পী
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১০৩ বার
বিজ্ঞাপন

Leave a Reply