হোসেনপুর প্রতিনিধিঃ
সারাদেশে শীতের তীব্র প্রবাহে জনজীবনে দুর্ভোগ বাড়ার মধ্যে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে হোসেনপুর উপজেলা প্রশাসন। এই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পৌরসভা ও সিদলা ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন,
“শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে, যাতে কেউ শীতের কষ্টে না পড়ে।”
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসনের কর্মকর্তারা এবং সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ। কম্বল বিতরণকালে পথে-প্রান্তের রিকশাচালক, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ, মাদ্রাসার শিক্ষার্থী ও ক্ষুদ্র সবজি দোকানিসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এর আগে উপজেলা প্রশাসন গোবিন্দপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং অসুস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ, শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করে।
স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা ও স্বস্তি বয়ে এনেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, শীতকালজুড়ে দারিদ্র্যপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। প্রশাসনের আশাবাদ, এসব উদ্যোগ শীতার্ত মানুষের জীবনে স্বস্তি ও কিছুটা আনন্দ এনে দেবে।
কিশোরগঞ্জ
শীতের তীব্রতায় হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগ, দেড় শতাধিক শীতার্তকে কম্বল বিতরণ
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫২৪ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
3 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
3 hours আগে

Leave a Reply