হোম / জাতীয়
জাতীয়

শিলিগুড়ি ভিসা সেন্টার ভাঙচুর: ভারতের হাই কমিশনারকে তলব করলো ঢাকা

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৭০ বার


নিজস্ব প্রতিবেদকঃ
শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুর ও ঢাকায় বাংলাদেশ হাই কমিশনের বাইরের ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার পর ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কূটনৈতিক স্থাপনায় এমন ‘পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডের’ তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বিবৃতিতে বলা হয়েছে, “এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ন করে।”
এর আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন। এই ঘটনায় ঢাকার ভারতীয় হাই কমিশনারকে মাত্র ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার তলবের ঘটনা ঘটল।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!